Shadow

কমলনগরে ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ, আহত ১০

স্টাফ রিপোর্টার  : লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে, কমলনগরের চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় ১৪-১৫ জন আহত হওয়ার দাবি করেছে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী।
মঙ্গলবার (২মে) বেলা সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের কমলগর উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানিয়েছেন, ঘটনার পরে আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে। তারা হলেন, কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু, সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শরীফ, ছাত্রলীগ কর্মী মোঃ ইমন। এসময় আরো ৬ জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী জানায়, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহবান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ।
বেলা সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় তারা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এসময় হঠাৎ করে আশরাফ উদ্দিন রাজন রাজুর নেতৃত্ব মোটরসাইকেলবাহী একদল লোক এসে তাদেরকে রাস্তা ছেড়ে যেতে বলে। এনিয়ে মোটরসাইকেল আরোহীদের সাথে হট্টগোল শুরু হওয়ার এক ফাঁকে মানববন্ধনকারীদের ওপর তারা হামলা করে। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ১৪-১৫ জন আহত হয়।
এদিকে এ বিষয়ে জানতে আশরাফ উদ্দিন রাজন রাজুর ফোনে একাধিক কল দিয়ে ও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তোরাবগঞ্জ বাজারের স্থানীয় কয়েকজন জানিয়েছে, ছাত্রলীগের সাথে রাজু চেয়ারম্যানের লোকের হাতাহাতির ঘটনা ঘটেছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানায়, তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। তবে পুরোপুরি জেনে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
অন্যদিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সোলায়মান জানায়, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।