Shadow

কমলনগরে জাটকা জব্দ, ২ জেলের কারাদন্ড

কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ধরার দায়ে দুই জেলের ১৫দিন করে কারাদন্ড ও পিরানহা মাছ বিক্রি করায় এক মাছ ব্যবসায়ীর জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের আলী হোসেনের ছেলে নুর করিম (২৮), একই গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে নুর মোহাম্মদ (৩০) ও মাছ ব্যবসায়ী আজাদ (৩২)।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, সকালে মেঘানা নদীর মতিরহাট এলাকায় মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে ২শ’ কেজি জাটকাসহ দুই জেলেকে আটক করা হয়। একই সময় পিরানহা মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী আজাদকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক দুই জেলের ১৫ দিন করে কারাদন্ড ও পিরানহা মাছ বিক্রি করার দায়ে এক মাছ ব্যবসায়ীর দুই হাজার টাকা জরিমানা করে। এসময় জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *