Shadow

কমলনগরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত

কমলনগর, লক্ষ্মীপুর : প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২।

দিবসটি উদযাপন উপলক্ষে কমলনগর উপজেলা প্রশাসন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

১২(ডিসেম্বর) সকাল ১১(এগার)টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এর নেতৃত্বে বিভিন্ন দপ্তর প্রধানসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপজেলা চত্তরে র‍্যালি করেন।

পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্ত করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো:মেজবা উদ্দিন বাপ্পি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেরদাউস আরা উপজেলা সহকারি কমিশনার (ভুমি),উপজেলা ভাইস চেয়ারম্যান অমর ফারুক সাগর,সহকারি মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, আনসার বিডিপি প্রশিক্ষিকা সাহিন আক্তার, মুক্তিযোদ্দা কমান্ডার এবং কমলনগর প্রেস ক্লাব এর সভাপতি মো:আনোয়ার হোসেন,রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব,সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী মিঠু,সাইফুল্লা হেলাল, কমলনগর প্রেস ক্লাব সাধারন সম্পাদক মুসা কালিমুল্লাহ প্রমুখ।

সভায় স্কুল ছাত্রী,সাংবাদিক ও বিভিন্ন বক্তাগনের আলোচনা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মেজবা উদ্দিন বাপ্পি বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০২১ সালের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ। পরবর্তী সময়ে এসে রূপকল্প-২০২১ ঠিক করা হয়। এখন তথ্য প্রযুক্তির সেবা জনগণের দোরগড়ায় চলে গেছে। মানুষ এখন ঘরে সেই সেবা পাচ্ছে। হাতের মুঠোয় এখন বিশ্ব।’ পরিশেষে পুরস্কার বিতরনের মধ্যমে সভার সমাপ্তি ঘটে।