Shadow

ডিমলায় সরকারী রাস্তার সাইড কর্তন দেখার কেউ নেই

(নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্পবায়ন এর আয়োজনে, ৩ নং ডিমলা সদর ইউনিয়ন সহায়তায় সম্প্রতি কর্মসৃজন কাজের উদ্বোধ করা হয়।

এরই ধারাবাহিকতায় নীলফামারী ডিমলা উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর তিতপাড়া মিয়া পাড়া জনৈক আবুল কালাম আজাদ এর মুদির দোকানের সামনে সরকারী (রেকর্ডি) রাস্তার সাইড কেটে রাস্তার মাঝ খানে মাটি ফেলে রাস্তা বাঁধার কাজ চলছে। রাস্তার সাইড কেটে রাস্তাটিকে চিকন করার কি রহস্য, আর কেন বা এ অনর্থক কাজ করা হচ্ছে, এলাকাবাসির বিষয়টি নজরে আসলে কর্মসৃজন লেবারদের সঙ্গে কথা হলে তারা বলেন আমাদের মেম্বার যেভাবে করতে বলেছে আমরা সেভাবে করছি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য হাসানুর রহমান এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর এই স্বপ্ন কে বাস্তরুপ দিতে গ্রামের অধিকাংশ রাস্তা পাকা করেছেন। বাদবাকি রাস্তার আইডি প্রসেসিং এর কাজ চলছে। সেখানে রাস্তার সাইড কর্তন করে চিকন করা হচ্ছে অথচ দেখার কেউ নেই। এ বিষয়ে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান এর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি সংশ্লিষ্ট ইউপি সদস্য কে অবগত করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।