Shadow

কমলনগরে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মানববন্ধন

আমজাদ হোসেন আমু, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই)  সকাল ১১টার দিকে হাজির হাট উপকূল সরকারি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

সাম্প্রতিক ঘটে যাওয়া সকল ধর্ষ‌ণের ঘটনার প্র‌তিবাদ ও স‌চেতনতায় কলেজ শিক্ষার্থীরা  মানববন্ধন করেছে ।  মানববন্ধন থেকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন: সাম্প্র‌তিক সম‌য়ে ধর্ষণ এ‌তোটা প্রকট আকার ধারণ ক‌রে‌ছে যে, ধর্ষণ প্রাত্য‌হিক ক‌র্মের ম‌তো সাধারণ ঘটনার মত হয়ে যা‌চ্ছে। মে‌য়ে শিশু কিংবা যুবতী-বৃদ্ধা কেউই ধর্ষ‌ণের হাত থেকে রক্ষা পা‌চ্ছে না। সা‌থে যুক্ত হ‌চ্ছে ধর্ষ‌ণের পর হত্যা। এমতাবস্থায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর-ই পারে ধর্ষণ কমাতে।

তারা আরও বলেন, ধর্ষণের মতো ঘটনার পর বিচারহীনতা ও ক্ষমতার অপপ্রয়োগ আজকের অবস্থার মূল কারণ। সম্প্রতি ঘটে যাওয়া সায়মা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা প্রত্যেক অভিভাবক-ই চাই ছেলে-মেয়েরা নিরাপদে থাকুক। নিরাপদে চলাচল করুক।

প্রসঙ্গত, প্রতিবছর প্রায় ১ হাজারেও বেশি নারী শিশু ধর্ষনের শিকার হচ্চে। সবচেয়ে অবিশ্বাস্য হচ্চে এদের মধ্যে সাত বছরের নিচে শিশুর সংখ্যায় বেশি। ধর্ষনের পরে এদের নিমর্ম ভাবে হত্যা করা হয়।

শিক্ষার্থী মহিবুল ইসলাম রিফাত বলেন, ধর্ষণের ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিচারের যে দীর্ঘসূত্রিতা এতে অনেকের ধৈর্য থাকেনা। তখন ধর্ষনের বিচারে চেয়ে অবিচারে ঘ্লানীটাই বেশি প্রকট আকার ধারণ করে। তাই সকল ছাত্রছাত্রীদের পক্ষে বলতে চাই ধর্ষণ কারীর বিচার বা শাস্তি যেন স্বল্প সময়ের মধ্যে হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন, প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, প্রফেসর রফিক। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, মহিবুল ইসলাম রিফাত, নিখিল, তুষার, মেহেদী হাসান, দাউদ, আবদুল মান্নান, প্রাতি সরকার, সুপ্তি, জিহাদ আল শামস সহ প্রমুখ

প্রয়াস নিউজ /টি2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *