Shadow

কমলনগরে পল্লী উন্নয়নের (এসএমই) প্রনোদনা ঋণের চেক বিতরণ ।

আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর : “এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্যাকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরবিডিবি’র উদ্যোগে ঋণ বিতরণ উৎসব শুরু হয়েছে। মঙ্গরবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলনগর কার্যালয়ে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় বিআরডিবি’র বিভিন্ন পর্যায়ের সমিতির সদস্যদের মধ্যে ১ জন মৎস্য চাষী, ২ জন ফার্ণিচার ব্যবসায়ী, ১জন ডেইরি খামারি, ১জন খাদ্য উৎপাদনকারী, ২জন রাখি মালে ব্যবসায়ী, প্রত্যেকের মাঝে ২ লক্ষ টাকা করে প্রণোদনার ঋণের চেক তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা পুদম পুষ্প চাকমা, লক্ষ্মীপুর বিআরডিবি’র উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর হোসেন, কমলনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হাজ্বী মনিরুল ইসলাম রিপু সহ বিভিন্ন সমিতির পরিচালক ও সদস্য বৃন্দ।

উল্লেখ্য যে, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী সারাদেশে বিআরডিবিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়। বিআরডিবি কমলনগর প্রথম পর্যায়ে ১৪ লক্ষ টাকা বরাদ্দ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *