Shadow

কমলনগরে ভারী বর্ষণে রাস্তা ডুবে গিয়ে দুর্ভোগে স্কুলে পড়া শিশু-কিশোর সহ ৫ শতাদিক মানুষ

কমলনগর,লক্ষ্মীপুর প্রতিনিধি  : লক্ষ্মীপুরের কমলনগরে চর জাঙ্গালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ফারুক রোড নামক রাস্তাটি গত কয়েক দিন পর্যন্ত  ভারী বর্ষণের কারণে ডুবে যাওয়ায়  চলাচলে দুর্ভোগে স্কুলে পড়া শিশু-কিশোর সহ ৫ শতাদিক মানুষ ৷ এলাকাবাসী জানায়,এখানের পানি কোথাও যাওয়ার ব্যবস্থা না থাকায় এবং রাস্তাটি নিচু হওয়ায় একটু বৃষ্টি  হলেই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি পানির নিচে ডুবে যায় ৷এতে লোকজন  বিভিন্ন কাজে কর্মে এবং প্রায় শতাদিক ছেলে-মেয়েরা স্কুলে  অনেক কষ্ট করে যেতে হয় ৷  রাস্তাটি উঁচু  করে সোলিং(পাকা) করার জন্য দীর্গ দিন এলাকার লোকজন চেয়ারম্যন ও মেম্বার এর কাছে ধর্ণা দিলে,করবে বলে আস্সাস দেয় কিন্তু কবে নাগাত হবে এমন কোনো আশার বাণী এখন পর্যন্ত কারো মুখেই শুনা যায়নি ৷

এ ব্যাপারে এলাকা বাসী মনে করেন,এই দুর্ভোগ(কষ্ট ) নিরসনে রাস্তাটি মাটি পেলে উঁচু করে সোলিং(পাকা) করার  জন্য যথাযথ  কর্তৃপক্ষের সু -দৃষ্টি দিলেই রাস্তাটি হবে  বলে তাদের প্রত্তাশা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *