Shadow

কমলনগরে হাজিরহাট বাজারের খাল খনন কাজে বেপক অনিয়ম l

কমলনগর ,লক্ষীপুর প্রতিনিধি  : কমলনগরে হাজিরহাট বাজারের খাল খনন কাজে বেপক অনিয়মের অভিযো উঠেছে l বাজারের স্থানীয় সচেতন মহল ও এলাকার কৃষকদের অভিযোগ একদিকে মেঘনার জোয়ারে প্লাবিত হচ্ছে অন্য দিকে হাজিরহাট বাজারের খালটির জলাবদ্দতায় পানি আটকিয়ে থেকে আমাদের বেপক ফসল নষ্ট হচ্ছে l

চর ফলকন ও চর জাঙ্গালিয়া হাজিরহাট বাজারের মধ্যবর্তি  খালটি  দিয়ে গ্রামের সকল পানি প্রবাহিত হয় কিন্তু বাজারের ময়লা আবর্জনা পেলে খালটি বরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষকদের বেপক ফসল নষ্ট হচ্ছে l তাই এই খালটি খনন করা এলাকা বাসীর দীর্গ দিনের দাবি ছিল l বহু প্রতিক্ষার পর  হাজিরহাট বাজারের মধ্যবর্তি  খালটি খনন করা জন গুরুত্বপূর্ণ হওয়ায় এডিবি কর্তৃক চলতি অর্থ বাজেট – ৩০ জুন / ২০১৮ ইং এর মধ্যে কাজ শেষ করার জন্য  খাল খনন কর্মসূচির আওতায় ৫০০,০০০ ( পাঁচ লক্ষ্য টাকা ) বরাদ্দ দেওয়া হয় l

বিষয়টি সম্পর্কে চর ফলকনের চেয়ারম্যান হারুনর রশিদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কাজের বাজেট ও মেয়াদ সম্পর্কে নিচিত করেন l

বাজারের প্রত্যক্ষ দর্শীরা বলেন , প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে লোক দেখানো  নাম  মাত্র  ভেকু অপারেটর আর কিছু সংখক লোক দিয়ে ২ / ৩  দিন খাল খনন করেই  টাকা উত্তোলনের পায়তারা চলছে l যে ভাবে কাজ করার কথা তার কিছুই হয়নি l  এ বেপারে উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট বাজারের সচেতন মহলের দাবি কৃষকদের ফসল রক্ষা করতে কাজের সঠিক বাস্তবায়ন চাই  l l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *