Shadow

কমলনগরে ১৫ আগষ্ট পালিত

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে শোকাবহ ১৫ আগষ্ট পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার হাজির হাট বাজারে আওয়ামী লীগের উদ্যোগে  শোক দিবসের র্যালীর আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী,   কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক আব্দুজ্জাহের সাজু, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান,উপজেলা আ,লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার, চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, নুরুল আমিন রাজু, আবুল খায়ের,ফয়সল আহমদ রতন,আহসান উল্লাহ হিরণ, বিকল্প ধারার মোহাম্মদ উল্লাহ, মো.ছিদ্দিক উল্লাহ মিয়া, যুব ধারার মো.মাহফুজুর রহমান, যবলীগের মাহবুবুর রহমান বাবলু, ছাত্রলীগের রাকিব হোসেন সোহেল, তানজিমুল রুবেল সহ প্রমুখ।

এসময়, মেজর (অবঃ) আবদুল মান্নান বলেন, আজ ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে নির্মমভাবে হত্যা করেছিল কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। আজ জাতীয় শোক দিবস।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, আধা-সরকারি স্কুল, কলেজ ছাত্রছাত্রীসহ ও উপজেলা প্রশাসন উপজেলা ভবনে র্যালী ও আলোচনার আয়োজন করেন।

 

প্রয়াস নিউজ / টি2

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *