Shadow

গভীর রাতে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চে সংঘর্ষ

বরিশাল প্রতিনিধি : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে গভীর রাতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এমভি সুুরভী-৮ ও সুন্দরবন-১১ লঞ্চের সংঘর্ষে দুটি লঞ্চে প্রায় ১৫ শ’ যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরলেও  কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সুন্দরবন লঞ্চের যাত্রী তারিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, দুটি লঞ্চ বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে একই সময় ছেড়ে যায়। পথিমধ্যে মিয়ারচর নামক এলাকায় সুরভী লঞ্চটি ওভারটেক করতে গিয়ে সুন্দরবনকে ডান পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে সুরভী লঞ্চটি এক পাশে ঝুঁকে পরলে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। ওই সময় দুটি লঞ্চই নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চরে উঠে যায়। পরবর্তীতে রাত ১২ টার দিকে নদীতে জোয়ারের পানি আসলে দুটি লঞ্চই ফের ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে যায়।
সুরভী নেভিগেশন কোম্পানির নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, তাদের লঞ্চটিকে সুন্দরবন পাশ থেকে ধাক্কা দিয়েছে। সুন্দরবন নেভিগেশন কোম্পানির বরিশাল অফিসের ম্যানেজার জাকির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় দুই লঞ্চেই তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *