Shadow

গুলশান রেস্তোরাঁয় হামলা: সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রয়াস বার্তাকক্ষ : রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকার রেস্তোরাঁ হোলি আর্টিজানে জঙ্গিদের জিম্মি ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি তারা সমবেদনা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘটনা সম্পর্কে অবহিত করেছে হোয়াইট হাউস।

ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং তারা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যারা এ ঘটনার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ দমনে সহায়তার প্রস্তাব দেয়া হয়েছে।

ঢাকায় হামলার জন্য তথাকথিত ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটা তারা দেখেছেন তবে তার সত্যতা নিশ্চিত করতে পারেননি।

জন কার্বি এ হামলায় বাংলাদেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের সকল কর্মীকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ভারতের বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি বলছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। ভারতীয় হাইকমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *