Shadow

গোদাগাড়ীতে উপজেলা পরিষদের চাউল ও হান্ড সানিটাইজার বিতরণ।

মোঃ ইসহাক, গোদাগাড়ী(রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা পরিষদের পক্ষ হতে চাউল ও হান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খেটে খাওয়া মানুষের মাঝে শুক্রবার সন্ধায় উপজেলা মাটিকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০০টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও হান্ড সানিটাইজার তুলে দেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম। এইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃজাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক মানুষকে ঘরে থাকতে হবে। এতে কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর অনেকে। তাদের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, করোনা থেকে রক্ষা পেতে একমাত্র উপায় হচ্ছে বাড়িতে থাকা। সবাইকে বাড়ি থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারো কোন অসুবিধা থাকলে প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। কাউকে দুশ্চিন্তা করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *