Shadow

ঘুর্নিঝড় বুলবুলের তান্ডবে সাবাব ও মায়ের দোয়া ইটভাটার ব্যাপক ক্ষতি

ভোলা প্রতিনিধি ঃ-

ঘুর্নিঝড় বুলবুলের ভয়াবহ তান্ডবে দেশের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, ফসলাদি ও ইটভাটায় ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়েছে । বিশেষ করে মৌসুমের প্রথমে ইট উৎপাদনের জন্য বেশ কয়েকটি ইটভাটায় লাখ লাখ কাচা ইট প্রস্তুত করা হয়েছিল। এরই মধ্যে ঝড়ের তান্ডবে তা সম্পুর্ন ভেস্তে যায়।

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের নদী তীরে অবস্থিত মেসার্স মায়ের দোয়া ও সাবাব ব্রিকফিল্ডের মালিক আমির হোসেন খান জানান, বয়ে যাওয়া বুলবুলের আঘাতে সৃজনের প্রথমে ইট পোড়ানোর জন্য প্রস্তুতকৃত ১০ লাখ কাচা ইট অতিবর্ষা ও জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে সব মাটির সাথে মিশে গেছে। এতে আমার প্রায় ৬০/৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নতুন করে শুরু করতে প্রায় মাসখানেক সময় লেগে যাবে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমির হোসেন ভয়াবহ এ ক্ষতি পুসিয়ে ওঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *