Shadow

চনবুরিতে মেয়েরাও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপে ১-০ গোলে স্বাগতিকদের কাছে হেরেছে

প্রয়াস নিউজ ডেস্ক :আফগানদের কাছে ঘরের মাঠে টেস্ট হেরেছে বাংলাদেশ। ফুটবলেও বিশ্বকাপ বাছাইপর্বে আফগানদের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে দেশে ফেরে জামাল ভূঁইয়ারা। কিশোররা অনূর্ধ্ব-১৫ সাফের গ্রুপ পর্বে হেরে বিদায় নেয়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে টাইগার যুবরা। রোববার থাইল্যান্ডের চনবুরিতে মেয়েরাও এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপে ১-০ গোলে স্বাগতিকদের কাছে হেরেছে।

গত আসরেও কোন জয় পায়নি মেয়েরা। এমনকি কোন ম্যাচে ড্রও করতে পারেনি। তবে এবার অন্তত একটি জয় পাওয়ার লক্ষ্য নিয়ে দেশ ছাড়েন গোলাম রাব্বানি ছোটনরা। সেই লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয়ই ছিল বাংলাদেশ নারী দলের লক্ষ্য।

কিন্তু মারিয়া মান্ডারা সেটা পারেননি। হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। চনবুরিতে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশ। আট জাতির এ টুর্নামেন্ট ২০২০ সালের নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত। সেরা দুটি দল খেলবে ভারতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। বাংলাদেশের তিন প্রতিপক্ষের অন্য দুটি দল জাপান ও অস্ট্রেলিয়া। গ্রুপে ওই দুটি দলই সবচেয়ে শক্তিশালী। ২০১৭ সালের আসরেও এ দুটি দলের বিপক্ষে হেরে যায় কিশোরীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *