Shadow

জলঢাকায় জমি ও গৃহ প্রদান শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার ৭ আগষ্ট নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন উপজেলা প্রশাসন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ের কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) এবি,এম সারোয়ার রাব্বি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক,প্রকৌশলী শিশির চন্দ্র রায় সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।এসময় উপজেলা নির্বাহী অফিসার ময়নূল ইসলাম বলেন চতুর্থ পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে ১২৮টি ঘর বরাদ্দ দেওয়া হয়।পুরো উপজেলায় মোট ১২শত ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাসিত করা হয়েছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলঢাকা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।