Shadow

জলঢাকায় শো প্রকল্পের ভিশনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত l

মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ গ্রাম পর্যায়ে মা, শিশু স্বাস্থ্য, নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নীলফামারীর জলঢাকায় ভিশনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে কাঠালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র মাঠে স্ট্রেনদেনিং হেলথ আউটকাম ফর ওমেন এণ্ড চিলড্রেন (শো) প্রকল্পের আয়োজনে বেসরকারি সংস্থা ল্যাম্বের বাস্তবায়নে এক ভিসনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সিসি সদস্য ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। ওয়ার্কশপে সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরেন ল্যাম্ব শো প্রকল্পের ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর লিটন সরকার। এসময় উপস্থিত ছিলেন এফ,ডাব্লু,ভি আতোয়ারা বেগম, ইউনিয়ন সচিব নুরুজ্জামান, এফপিআই সুরঞ্জিত রায়, এমসিএইচডাব্লু আকতারুজ্জামান রঞ্জু, সত্যরঞ্জন রায় ও তথ্য সেবা কেন্দ্রের রোহিণী কান্ত রায় প্রমুখ।
গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এই ওয়ার্কশপে ৮০জন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তি, সরকারী হেলথ কর্মী, এনজিও প্রতিনিধিসহ শো প্রকল্পের মা ও বাবাদলের সদস্যরা অংশগ্রহণ করে। শো প্রকল্পের কাঠালী ফিল্ড কো-অর্ডিনেটর লিটন সরকার বলেন, প্রকল্প শেষ হলেও যেন – মা, শিশু স্বাস্থ্য, নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে এই প্রকল্প চলমান থাকে সে বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় ওয়ার্কশপে উপস্থিত সকলেই শো প্রকল্প চলমান রাখতে সবধরনের সহযোগীতা করারও অঙ্গিকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *