Shadow

জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নে দুঃস্হ হত দরিদ্রদের মাঝে ভিজিডি চাউল বিতরণ।

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার ১নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ২৭শে মার্চ(বুধবার) ২০১৯-২০২০ এর উপকারভোগী মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ করা হয়। এসময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তোজাম্মেল হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাছান মাহামুদ মান্না,ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিজিডি কার্ড ও চাউল বিতরণের পূর্বে চেয়ারম্যান মাওলানা তোজাম্মেল হোসাইন, উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি সকলকে সঞ্চয়ের প্রতি উদ্ভুদ্ধ করেন। তিনি বলেন “সরকারের এই সহযোগিতার কারণে আপনারা আর্থিকভাবে যে উপকার পাচ্ছেন।এই সঞ্চয়ের টাকা আপনাদের একদিন কাজে লাগবে।” এ ছাড়া উপজেলা কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ,মাদক,প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে ২৫৫জন দুঃস্হ হত দরিদ্র মাহিলার মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *