Shadow

জলঢাকায় গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও বাইসাইকেল বিতরন। 

নীলফামারী প্রতিনিধিঃ জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও অন্যান্য উপকরন সামগ্রী বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে গ্রাম পুলিশদের উপস্থিতিতে এ সব উপকরন সামগ্রী বিতরন করেন ১৪ নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর রানা মোহাম্মাদ সোহেল ( অবঃ )। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মাদ সোহেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবির, এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কাঠাঁলী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে পৌর কাউন্সিলর ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের পক্ষে বক্তব্য রাখেন জলঢাকা গ্রাম পুলিশ এ্যাসোশিনের সভাপতি আনিছুর রহমান দফাদার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেজর রানা মোহাম্মাদ সোহেল বলেন, ক্রমবর্ধমান সময়ে গ্রাম পুলিশদের দ্বায়িত্ব অনেক, প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক,চোরাকারবারী ও অপরাধমুলক কর্মকান্ড থেকে এলাকাকে সুরক্ষিত রাখতে সরকারের এ মহৎ উদ্যোগ। এই দ্বায়িত্বকে গুরুত্বের সহিত বেগবান করার লক্ষে সরকারের পক্ষ থেকে আপনাদের নিকট এই উপঢৌকন দেওয়া হলো। আপনারা এ সব উপকরনের যথাযথ মর্যাদা রেখে নিজ নিজ দ্বায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা রাখি। সভাপতিত্বের সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র, সরকার ও সমাজ আপনাদের কাছে অনেক কিছুই আশা করে। বর্তমান সরকারের চলমান উন্নয়নমুখী কার্যক্রম ও ডিজিটাল দেশ বিনির্মানে যে ভিষন বাস্তবায়নে দেশ কাজ করছে তারই ফলশ্রুতিতে সাধারণত মানুষের দোঁড়গোড়ায় সেবা পৌছানোর লক্ষ্যে আপনাদের মাঝে সরকারের পক্ষ থেকে এ উপঢৌকন প্রদান করা হলো। এর যথাযথ বাস্তবিক কর্মপরিচালনা করবেন এ আশাবাদ ব্যাক্ত করছি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *