Shadow

জলঢাকায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৯-শেষ ২৬ নভেম্বর

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকা উপজেলায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ক্ষুদে ছাত্র/ছাত্রীদের হাসি মুখে পরীক্ষা শুরু হয়েছে ১৯ নভেম্বর রোববার সকাল ১১টায় আর শেষ হবে ২৬ নভেম্বর।এবারে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯৯৬৯ জন ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহন করার কথা থাকলেও প্রথম দিনেই ইংরেজি পরীক্ষায় ৮০১জন অনুউপস্থিত পাওয়া যায় বলে নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।প্রাথমিক শিক্ষা সূত্রে মতে এ প্রতিবেদক জানতে পারে,প্রথম দিনের পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের ৪৩৮২ জন ছাত্রের মধ্যে ৪২০জন ও ছাত্রী ৪৮১৬ জনের মধ্যে ২৫২ জন অনুউপস্থিত ছিলো।এবতেদায়ী প্রাথমিক বিদ্যালয়ের ৪১৩ জন ছাত্রের মধ্যে ৬৯ জন ও ছাত্রী ৩৫৮জনের মধ্যে ৬০ জন অনুউপস্থিত ছিলো।সব মিলে প্রাথমিক সমাপনী বিদ্যালয়ের ৯১৯৮ জন ছাত্র ছাত্রীর মধ্যে অনুউপস্থিত ৬৭২জন ও এবতেদায়ী প্রাথমিক বিদ্যালয়ে ৭৭১ জনের মধ্যে অনুউপস্থিত ১২৯জন।বিন্যাকুড়ি বি.সি.সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ১৫ এই কেন্দ্রের পরিচালনার দ্বায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ মাফরুহা আক্তার।কেন্দ্র সদস্য সচিব ও প্রধান শিক্ষক,মোঃমোহসীন বলেন আমাদের এখানে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী মোট ৫৫৪ জনের মধ্যে অনুউপস্থিত ছিলো ৬৬ জন।তাছাড়া বাচ্চারা শান্তিপূর্নভাবে প্রথমদিনে পরীক্ষা দিতেছে জানাযায়।অপর দিকে ক্ষুদে পরিক্ষার্থীদের অবিভাবক দের সাথে কথা হলে তারা বলেন, আমাদের ছেলে/মেয়েরা দেশের ভবিষৎ।আর তারা আগামী দিনের আলোর প্রতিমা।এবারের ক্ষুদে শিক্ষার্থীরা হাসি মূখে পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে যেন চাঁদ মামার হাঁসি মাখা মুখ।জলঢাকা পৌর সভা ধীন মাথাভাঙ্গা ২নং ওয়ার্ডের পশ্চিম পার্শে মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দীনের বাড়ির পার্শো বর্তি একজন পরিক্ষার্থীর মা-মোছাঃ রুজি বেগম তার ছেলে রোহান এর জন্য সকলের কাছে দোয়াচেছেন।শুধু তাই নয় যতগুলো ছাত্র/ছাত্রী এবারে পরিক্ষাদিচ্ছে তাদের অবিভাকদের একটি চাওয়া তাদের সন্তানেরা যেন পরিক্ষায় পাশ করে আশতে পাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *