Shadow

জলঢাকায় মাংস বিক্রেতা সহ ২৫ জন আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ মশিয়ার রহমান, জলঢাকা নীলফামারী : জলঢাকায় মঙ্গলবার এসআই আব্দুল লতিফের নের্তৃত্বে থানা পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে ৪ মাংস বিক্রেতা ও ২১ জুয়ারীকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ শত টাকা করে জরিমানা করে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক কৃতরা হলেন, পৌরসভাধীন সতীঘাট এলাকার সুবোল চন্দ্রের ছেলে শ্যামল চন্দ্র (২৩), কার্তিক চন্দ্রের ছেলে রামকৃষ্ণ (২৭), রাম চন্দ্রের ছেলে উত্তম কুমার (২৭), জগদিশ এর ছেলে দুলাল চন্দ্র (২৪), বিনোদ চন্দ্রের ছেলে বীরেন চন্দ্র (২৫), মোকন্দের ছেলে বাল্টু বর্মন (২৮), কৈমারী গাবরোল এলাকার হবিবার রহমানের ছেলে মশিয়ার রহমান (৩৩), আফজাল হোসেনর ছেলে আতিকুল ইসলাম সাবু (২২), ধরনী কান্তের ছেলে জনক চন্দ্র (২৭), আতিয়ারের ছেলে সাদ্দাম (২২), অলিউল্লাহর ছেলে মহিদুল (৩২), আতিয়ারের ছেলে ইয়াকুব (২২), অশোক চন্দ্রের ছেলে পরেশ চন্দ্র (২০)। কৈমারী তালুকবদির নলঝরি পাড়ার বিনোদের ছেলে নিন্দালু (৩৫), তফেল উদ্দিনের ছেলে মজিবার (৫০), দেবেশ চন্দ্র এর ছেলে সুবাশ চন্দ্র (৩২), শেম চরনের ছেলে আপন চরন (২৪), মাদবের ছেলে অন্নদা রায় (৩৫), বাহাদুরের ছেলে জয়দেব রায় (২৮), দিনেশ চন্দ্রের ছেলে মোহন রায় (২৫), নির্মল চন্দ্রের অমল চন্দ্র (৩০), অপরেিদক সরকারী জমি জবর দখলের অভিযোগে ৪ জনকে ৫ শত টাকা করে জরিমানা করা হয়। আটককৃতরা হলেন, উত্তর কাজিরহাটের আব্দুল হকের ছেলে মাহফুজার রহমান (৪৫), নরুদ্দি মামুদের ছেলে আব্দুস সালাম (৫০), রহমানের ছেলে সাহেব আলী (৪০), মহিদুল ইসলামের ছেলে ফরিদুল (২০)। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহ: রাশেদুল হক প্রধান তাদের জরিমানা করে ছেড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *