Shadow

জলঢাকায় ১১০জন বৃত্তহীন মহিলার মাঝে সঞ্চয়েরচেক বিতরন করলেন এমপি।

নীলফামারী প্রতিনিধি।l নীলফামারী জলঢাকায় ১১০ জন মহিলার মাঝে ৪বৎসরের সঞ্চয় অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে উপজেলা হলরুমে এল.জি.ই.ডির আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচি-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় (এল.সি.এস) বৃত্তহীন ১১০ জন মহিলার মাঝে ৮৩ লক্ষ ২১ হাজার ৮৫৩ টাকার চেক (পে-অর্ডার) হিসাবে বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০ জন করে নারীকে এ কাজের অন্তর্ভূক্ত করা হয়। জানা গেছে, ৪ বৎসর মেয়াদি কর্মসূচিটি ছিল ১৪৬০ দিনের কায়িক শ্রমের, দিন ৫০ টাকা হারে সঞ্চয়ের টাকা জমা রাখা হয়েছিল এদের। চেক বিতরণের সময় উপস্থিত ছিল উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ, হিসাব রক্ষক আবু নোমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিয়াউল হাছান, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, শ্রমিকলীগের সভাপতি জসিয়ার রহমান জসি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *