Shadow

জলঢাকায় ৩দিনব্যাপী ফলদও বৃক্ষমেলার উদ্বোধন।

নীলফামারী প্রতিনিধ।l অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা – ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সোমবার দুপুরে ৩দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এর আগে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাশেম আযাদ, ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মাহফুজুল হক, সমাজসেবা অফিসার মনিমুন আকতার, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা রাজশাহী কৃষি ব্যাংকের ম্যানেজার যতিন্দ্র চন্দ্র বর্মন, ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ। পরে ১৮জন ক্যান্সার রোগীর মাঝে চিকিৎসার সেবার জন্য সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত ৯লক্ষ টাকা বিতরন করেন স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *