Shadow

ডিমলায় জমি সংক্রান্ত জেরে পাল্টা পাল্টি মামলা।

মোঃ মশিয়ার রহমান, নীলফামারী : নীলফামারী জেলার  ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ ভুজারী পাড়া গ্রামে জমি সংক্রান্ত যেরে পাল্টা-পাল্টি মামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৪ নভেম্বর ভোর অনুমানিক সারে ৬ টার দিকে উক্ত গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ছলেমান আলী জমিতে হাল নিয়ে যাওয়ার পথে পূর্ব শত্রুতার যের বশত একই গ্রামের মৃত সাকালু মামুদের পুত্র জাহিদুল ইসলাম (৪৮), আবু বক্কর সিদ্দিক (৪৫), জাহিদুল ইসলামের পুত্র মোস্তাকিন (২৪), মামুন (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে মামুন (১৮) সঙ্গবদ্ধ হয়ে অতুর্কিত ভাবে দা, ছোরা, দ্বারা ছলেমান আলীকে মার-ধর করলে তার মাথা ফেটে যায়।
এমতাবস্থায় তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অতপর ছলেমানের ছেলে মতিউর রহমান বাদি হয়ে ২৭ নভেম্বর ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলা নং ১৭/২২১ অপর দিকে এই মামলার অভিয্ক্তু আসামী মৃত সাকালু মামুদের ছেলে জাহিদুল ইসলামও একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ১৫/২১৯। ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি মোয়াজ্জেম হোসেন তাদের পাল্টা-পাল্টি মামলার সত্যতা নিশ্চিত করেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *