Shadow

দুই দিন এক রাত ভেসে থাকার পর উদ্ধার বাংলাদেশী মৎসজীবি।

পচ্চিমবংঙ্গো,কলকাতা প্রতিনিধি :
দুই দিন এক রাত ভেসে থাকার পর বাংলাদেশী মৎসজীবিকে উদ্ধার করল ভারতীয় মৎসজীবিরা। জানা যাচ্ছে বাংলাদেশ থেকে মৎসশিকারের জন‍্য ইমরান নামক একটি ট্রলার বাংলাদেশের পাথারঘাটা থেকে বংঙ্গোপসাগরের দিকে পাড়ি দেয়। সুমদ্রের কিনারে আসার পর অসতর্ক অবস্থায় জল তুলতে গিয়ে ট্রলার থেকে পড়ে যায় ওই ট্রলারেরই এক মৎসজীবি ইমরান খান। এরপর টানা দুইদিন একরাত ভেসে ছিল সে। এদিকে ভারতীয় একটি ট্রলার এফবি বাবা পঞ্চানন যেটি গত রবিবার সমুদ্রের উদ‍্যেশে পাড়ি দেয়। তারাই ছেলেটিকে প্রথম ভাসতে দেখে তাকে উদ্ধার করে। তারপর তারা গায়ে ইষদুষ্ণ গরম জলের তাপ প্রদান করে‌। জলখাবার দিয়ে রাখে। আজ তাকে রায়দিঘী জেটিঘাটে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন‍্য রায়দিঘী গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হবে। তারপর তাকে রায়দিঘী থানাতে স্থানান্তরিত করা হবে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *