Shadow

দেবোওর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোসলেম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত ছাড়াই ১৪৪ ধারার প্রতিবেদন প্রদানের অভিযোগ l

ইব্রাহীম খলীল, (পাবনা জেলা) সংবাদদাতা: পাবনার আটঘরিয়া থানার দেবোওর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোসলেম উদ্দীনের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দূর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ভুমি অফিসে গিয়ে জানায়ায়, তার ঘুষ-দুর্নীতির চানঞ্চল্যকর রহস্যময় ইতিহাস। এসময়  শ্রীকান্তপুর মহল্লার নাজেমুদ্দীন নামের এক ভুক্তভোগী শ্রীকান্তপুর মৌজার খতিয়ান নং ১১৩ এর ১০৮৩/১০৮৬ দাগের আদালতের মামলা নং ৩৭৯ এর ১৪৪ ধারা জারি করা পেপারর্স উপজেলা ভূমি অফিসের মাধ্যমে দেবোওর ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হলে ঐ ভূমি অফিসের নায়েব তাকে বলে আপনি যে জমি দাবি করছেন তার উপযুক্ত দলিলাদি নিয়ে আসেন । নায়েব ঐ ভুক্তভোগির ফোন নম্বর রেখে দিয়েছে এবং  বলেছে আমি সরোজমিনে গিয়ে দেখে এসে প্রতিবেদন করবো। তার পরে ভুক্তভোগী নাজেম উদ্দীন ঘটার ৩ দিন পরে প্রয়োজনীয় দলীলের ফোটো কপি নিয়ে তার কাছে গেলে ভুমি নায়েব মসলেম উদ্দীন বলেন আমি প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে পাঠিয়েছি। নাজেম উদ্দীন ও তার ছেলে নাজমুল জানান আমাদের প্রতিপক্ষ্যের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে নায়েব অল্পসময়ে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া প্রতিবেদন করে উপজেলা ভুমি অফিসে পাঠিয়েছেন যা নাজেমুদ্দীন এর সম্পূর্ণ বিপক্ষ্যে প্রতিবেনটি করা হয়েছে। উপজেলা ভুমি অফিসে গিয়ে সার্ভিয়ার এর সাথে কথা বলে জানতে পারা যায় নায়েব তার প্রতিবেদন পাঠিয়েছেন। ঘুষখোর ঐ নায়েব এর নায্য বিচার দাবি করেন ওই হত-দরিদ্র বয়োবৃদ্ধ হাতভাঙ্গা ভুক্তভোগী । অভিযোগে আরোও জানা যায়,  উপজেলাধীন দেবোওর ইউনিয়ন ভূমি অফিসের
নায়েব মোসলেম উদ্দীন মোটা অংকের ঘুষ ছাড়া খাজনা, খারিজ, পর্চাসহ অন্যান্য ভূমি সংক্রান্ত কোন কাজ হয় না বলে অভিযোগ ভূক্তভোগীদের। এছাড়া তার বিরুদ্ধে জমির নামজারি (নাম খারিজ) করতে মাসের পর মাস ঘুরতে হচ্ছে। এছাড়া নামজারি, ডিসিআর ও দাখিলার নামে এখানে ঘুষ না দিলে কাজ হয় না এমন অভিযোগও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *