Shadow

পান চাষ নিয়ে বিপাকে আটঘরিয়ার কৃষকেরা l

ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি:-পাবনার আটঘরিয়ায় পান চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। দেবোত্তর বরুরি পাড়ার কৃষক আলমাছ( ৪৫) বাবা-মুন্জিল প্রাঃ এবং একই গ্রামের কৃষক রহিচ(৩৮)বাবা-মুন্টু প্রাঃতারা উভয়েই জানান শ্রীকান্তপুর জোলাপাড়া অথ্যাৎ ইছামতির শাখা নদীর তীরে ১বছর যাবৎ পান চাষ করে আসছি। এ বছরে পর্যাপ্ত পরিমান পানের দাম না থাকায় এবং অপর দিকে ব্যপক পরিমাণে পোকামাকড় ও পান গাছের বিভিন্ন অংশ কেটে ফেলছে।তারা আরও জানান, আমরা উপজেলা পর্যায় বিভিন্ন টেনিং নিয়ে এবং সে অনুযায়ী পানের পরিচাপরিচর্যা করছি। কিন্তু এতেও কোন সুফল পাচ্ছি না। আমরা নিয়মিত পান গাছে এমোস্ট্রাটোপ,রিফাজ,পাথিবোসহ বিভিন্ন কোম্পানির বিষ প্রয়োগ করেও পানগাছ পঁচা রোগ থেকে মুক্তি পাচ্ছিনা। তারা আরও বলেন, আমরা ৭বছর ধরে পানচাষ করে আসছি। আমাদের পূর্ব -পুরুষেরাও পান চাষ করতো। বিদেশী পান বাংলাদেশে আমদানী করার কারণে বর্তমানে পানের দাম কম। নতুন পান পাতার মূল্য ১০০-১৫০ এবং পুরাতন পাতা মূল্য ২০০-৩০০। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎতে পান চাষে উৎসাহ হরিয়ে ফেলবে আটঘরিয়ার কৃষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *