Shadow

পাবনায় উচ্ছেদ অভিযানের জায়গাগুলো পুন:দখল চলছে

পাবনা জেলা প্রতিনিধি,প্রয়াস নিউজ:কয়েকদিন আগে পাবনার বিভিন্ন এলাকায় মহাসড়কের দুপাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী সম্পত্তি উদ্ধার করেছে পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু উচ্ছেদ অভিযানের পরপরই দু-একদিনের মধ্যেই তা আবার পুন:দখল হয়েছে। এ যেন উচ্ছেদ আর দখলের খেলা চলছে। গতকাল মঙ্গলবার সরেজমিন পাবনার মহাসড়কের উচ্ছেদ অংশে কয়েকটি এলাকায় দেখা গেল পুরোনো চিত্র। আগের মতোই বাজারে পরিণত হয়েছে জায়গাগুলো। ফুটপাত ও সড়ক দখল করে আবারও বসানো হয়েছে নানান দোকান পাট। বিশেষ করে পাবনার দাশুড়িয়া, টেবুনিয়া, গাছপাড়া, আব্দুল হামিদ সড়ক, অনন্তবাজার, মহিষের ডিপু থেকে টার্মিনাল সংলগ্ন এলাকায় সেই পুরোনো চিত্র। ভ্রাম্যমান আদালতের অভিযানের পর এলাকাগুলো দখলমুক্ত হলেও এখন তা আবার পুন:দখল হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে পাবনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সমিরন রায় বলেছিলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মহাসড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে যারা দখল করে আছে জনস্বার্থে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সময় তিনি আরও বলেছিলেন উচ্ছেদের পর যাতে পুন:দখল না হয় সেদিকে খেয়াল রাখা হবে। পাবনার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী। তিনিও সে সময় উচ্ছেদের পর যাতে পুন:দখল না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেছে উচ্ছেদের পর আবার সেইসব স্থান পুন:দখল হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *