Shadow

পাবনায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি।।প্রয়াস নিউজঃ পাবনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “সংস্কৃতি হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ” এই শ্লোগান কে সামনে রেখে পাবনার সাংস্কৃতিক চত্বরে ২০/০২/২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল পাঁচটা হতে ২২/০২/২০২০ইং তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর আ,মীলীগ এর সভাপতি এ্যাড, তোসলিম হাসান সুমন। প্রধান আলোচক, সরকারি এর্ডওর্য়াড কলেজের সমাজ বিঙ্গান বিভাগের সহযোগী অধ্যপক ড, এ,কেএম শওকত। বিশেষ অতিথি টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর।কেরামত মাজহারের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম দিনে সংগীত পরিবেশন করেন রংবেরং শিল্পগোষ্ঠী ও উত্তরণ সাহিত্য আসর। নিত্য করেন- নিত্যাঞ্চল শিল্পগোষ্ঠী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক আশরাফ আলী। দ্বিতীয়ত দিন ২১/০২/২০২০ ইং বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মানব অধিকার সংস্থা
কতৃক আয়োজিত নাটক “খেয়া” অনুষ্ঠিত হয়। এতে রচনা ও নির্দেশনায় ছিলেন ভাস্কর্য। নিত্য পরিবেশন করেন সোনার বাংলা,মা, একাডেমী। কবিতা আবৃত্তি করেন।ইছামতি থিয়েটার ও উত্তরণ সাহিত্য আসর। আলমগীর কবির হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক সরকারী এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগের) আব্দুল মজিদ। অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের সহ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্রশিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল হাসান। এ দিনেও স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক আশরাফ আলী। তৃতীয় দিন ২২/০২/২০২০ইং বিকেল ৫টার সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য পরিবেশন করেন গন্তব্য নিত্যগোষ্ঠি ও সংগীত পরিবেশন করেন গণ শিল্পী সংস্থা পাবনা। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ভারত থেকে আগত আলোচক সুকেশ কুমার,বঙ্গবন্ধু রিচার্স এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত সাধারণ সম্পাদক, আলোচক বিকাশ সাহাকুর প্রখ্যাত কণ্ঠশিল্পী ও শিক্ষক। এ আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমগীর কবির হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *