Shadow

পাবনায় বিরল রোগে আক্রান্ত শিশু নুসরাত বাঁচতে চায় l

ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার শোষাণ ঘাট এলাকার ভুরিম পাড়া গ্রামের আনিছ শেখ ও কণা খাতুনের একমাত্র কণ্যা শিশু নুসরাত বাঁচতে চায়। উঠে দাঁড়াতে চায়,খেলতে চায় বন্ধুদের সাথে। কিন্তু জন্মগত ভাবে এই শিশুটির জন্ম নেয় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল পাবনায়।পরিবার সূত্রে এবং হসপিটালের পেসক্রিপশন থেকে জানাতে পারা যায় নুসরাত বিরল রোগ hydrochephalias রোগে দীর্ঘ দু,বছর যাবত আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে বিছানায়। জীর্ণকায় শরীরটা দিনে দিনে মরণের দিকে নিয়ে যাচ্ছে । শিশুটির শারীরের ওজন ১৩ কেজি হলেও তার শরীরের তুলনায় মাথার ওজন ৮ কেজি।শিশুটির নানি জানান, নসরাতের এমন অবস্থা কারণে গোটা পরিবারকে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে।

স্থানীয় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে বলেছেন। তার বাবা ও মা,নুসরাতকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *