Shadow

পাবনায় শুধুমাত্র আত্মীয়তার সুবাদে সাংবাদিক ইব্রাহীম মামলার আসামী l

পাবনা জেলা প্রতিনিধি: জমিজমাকে কেন্দ্র করে সৃষ্ট গোলোযোগের মামলায় শুধুমাত্র আত্নীয়তার জন্যই মামলার আসামী হয়েছে সাংবাদিক ইব্রাহিম হোসেন। বিজ্ঞ আদালত অবশ্য ইব্রাহিমকে গত ২৮ এপ্রিল জামিন দিয়েছে। ঘটনার বিবরনে জানাগেছে, আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের ইদ্রিস আলীর (স্ত্রী) রহিমা খাতুন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির অংশিদারের দাবীতে পলান প্রাংসহ ৫ জনের বিরুদ্ধে পাবনা জেলা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -২ এ ২৪/০8/১৯ তারিখে মামলা দায়ের করেন,মামলা নং-৪৩/১৯। কিন্তু পলান প্রাং এর আত্মীয়র সুবাদে একই গ্রামের মৃত-আ: ছামাদের কলেজ পড়ুয়া পুত্র সন্তান, উদীয়মান তরুণ সাংবাদিক,আটঘরিয়া উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন কে ৩ নং আসামী দায়ের করা হয়। এ ব্যাপারে গত ২৮ এপ্রিল মামলার আসামীগণ আদালতে উপস্থিত হন।বিজ্ঞ আদালত সাংবাদিক ইব্রাহিমসহ সকল আসামীকে জামিন মুঞ্জুর করেন । তিনি সাংবাদিক হিসেবে বর্তমানে দৈনিক অনলাইন সংস্করণ দেশবিবরণ পত্রিকার বার্তা সম্পাদক, প্রতিদিন নিউজ ২৪, প্রয়াস নিউজ ,বর্ণের আলো পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হয়ে কাজ করছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার, শিক্ষার আলো, সোনারদেশ ২৪ সহ দৈনিক সারসা বার্তা পত্রিকায় পাবনা জেলা প্রতিনিধি হয়ে পেশাগত দ্বায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *