Shadow

পাবনা আর এম একাডেমীর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সরকারী এ্যাডওয়ার্ড কলেজ মাঠে মঞ্চ মাতালেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস l

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী) স্কুল অ্যান্ড কলেজের ১১৯ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের আজ শনিবার(২৮ এপ্রিল ছিলো শেষ দিন।এর আগে গতকাল  শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী দুদকের সাবেক কমিশনার ইসলামী ব্যাংকের ভাইস চেয়াম্যান মো. সাহবুদ্দিন চুপ্পু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উৎসবের আহ্বায়ক পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পুনর্মিলনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, ঢাকাস্থ পাবনা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আব্দুল হান্নান,অনুষ্ঠান সমন্বয়ক মাহাবুব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রুমন, বতর্মান সভাপতি শিবলি সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শহীদ বুলবুল কলেজের সাবেক ভিপি আব্দুল আজিজ প্রমুখ। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি ১১৯ বছরে পদার্পন করায় প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজন করেন। ১৯৫২ সালের অধ্যায়নরত ব্যাচের রেজিস্ট্রেশন দিয়ে শুরু হয় প্রাক্তন পুনর্মিলনী কার্যক্রম। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলে ২০ এপ্রিল পর্যন্ত। ৬৮ সদস্য বিশিষ্ঠ ছাত্র পুনর্মিলনী কমিটি পাঁচশ’ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে। ৬০ লাখ টাকা ব্যয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানে পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। নবীন আর প্রবীণের সমন্বয়ে ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে উঠেছে উৎসব মুখর। প্রথমদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে কেক কাটা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে চলে আতশবাজি। প্রাক্তন শিক্ষার্থীরা
১১৯টি ফানুষ উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। দ্বিতীয় দিনে ছিলো বর্ণাঢ্য র্্যালি, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড শিল্পী জেমস এর গানের মধ্য দিয়ে শেষ হয় সমাপনী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *