Shadow

পুলিশ কেন ‘আইএস’ হামলার লক্ষ্যবস্তু?

নিউজ দেস্ক : ঢাকার মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় একটি ভিন্ন ধরনের ককটেল ব্যবহার করা হয়েছে যা ছুড়ে মারা হয়নি বরং আগে থেকেই গাড়িতে রাখা হয়েছিলো বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, “প্রশ্ন হচ্ছে, যে বিস্ফোরণটি হয়েছে সেটি কোন ধরনের বিস্ফোরণ। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা যা জানতে পেরেছি যে এটা একটি ককটেল কিন্তু ইমপ্রোভাইজড এবং সাধারণ ককটেলের চেয়ে এটি শক্তিশালী।”
কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ডের উপর নজর রাখে, এমন সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানাচ্ছে, গত রোবাবার রাতের সেই হামলার দায় স্বীকার করেছে আইএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *