Shadow

প্রধানমন্ত্রীর সহায়তায় জলঢাকায় ৩২৭টি ঘর পেলেন গৃহহীন মানুষ।

নীলফামারী প্রতিনিধি।l প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প গৃহহীনদের জন্য যার ১ থেকে ১০ শতাংশ জমি রয়েছে অথচ ঘর নেই তাদের জন্যেই সরকারের রাজস্ব তহবিল থেকে এ প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ তারেই অংশ বিশেষ, গৃহহীন দুস্থ পরিবারের মাথাগোজার ঠাইয়ের জন্য নীলফামারীর জলঢাকা উপজেলার ৩২৭ টি পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হলো। এ কথা জানান, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বরাদ্দকৃত একজন ব্যক্তির সরকারী প্রাক্কলন ব্যয় ১ লক্ষ টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী আরো বলেন, প্রধানমন্ত্রীর দারিদ্রমুক্ত ডিজিটাল সোনার বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্য পূরণে এ প্রকল্প তিনি তৈরি করেছেন। আমাদের উপজেলার মত বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী এ বরাদ্দটি দিয়েছেন। নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি জানান, নীলফামারী-৩ আসনে কোন গৃহহীন থাকবেনা, কোন বেকার থাকবে না, অসহায় মানুষের মুখে থাকবে শুধু হাঁসি যা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার কর্মসংস্থান সৃষ্টি করেছে। জলঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মানিক লাল দত্ত বলেন, প্রধানমন্ত্রীর এরকম কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *