Shadow

বড়ভিটায় ট্রাকটর দিয়ে ধান ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ

মোঃমশিয়ার রহমান নীলফামারীঃ

কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা তিস্তা ব্রিজ সংলগ্ন ১ লা নভেম্বর/২২ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় প্রায় সারে তিন বিঘা জমিতে রোপনকৃত জমির মালিক রউফুল আলম ও আব্দুল মাসুদের ধান ক্ষেত নষ্ট করে দিলেন মাইজালী, বড়ডুমুরিয়া নিবাসী মৃত্যু মফেল উদ্দিনের পুত্র বিবাদী মিজানুর, মৃত্যু মজিবরের পুত্র নুরল / জোনাব আলী, মশা মামুদের পুত্র আজিজার রহমান, তছদ্দি মামুদের পুত্র আজহারুল আর ও অনেকে। সর্ব সাং- মাইজালী, বড়ডুমুরিয়া, ডাকঘর- বড়ভিটা, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী। বিবাদীগণ বাজেডুমুরিয়া নিবাসী বাদল ড্রাইভারের মাহেন্দ্র ট্রাকটর জমি চাষের জন্য ভাড়া করে। তাদের জমি চাষ করতে রাস্তা ব্যবহার না করে সরাসরি অর্ধ- পাকা ধান ক্ষেতের উপর দিয়ে যাওয়া আসা করে ছয় শতক জমির ধান নষ্ট করে প্রায় ছয় হাজার টাকার ক্ষতি সাধন করে। ধান ক্ষেত নষ্ট করার খবর পেয়ে জমির মালিক ছুটে আসলে অন্য রাস্তা ব্যবহার করে মাহেন্দ্র ট্রাকটর পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, ধান ক্ষেত নষ্ট করার বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থ্যদের বলেছি বিবাদীদের সাথে কথা বলতে। তারা যদি সমাধান না করে বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।