Shadow

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন ফজলে কবির

প্রয়াস বার্তাকক্ষ : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থসচিব এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘নতুন গভর্নর ফজলে কবির। তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন, ১৮ তারিখ তিনি দেশে ফিরবেন।’

কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ হ্যাঁ, ওটা বলেছিতো। ড. ফরাসউদ্দিন, তারতো কমিটি অলরেডি আই হ্যাভ অ্যানাউন্সড। দ্যাট উইল বি দেয়ার।’

কবে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আজকেই অ্যানাউন্স হবে।’

রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হবে: ভারপ্রাপ্ত গভর্নর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপিন্সের ব্যাংক রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর মো. আবুল কাশেম।

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভেরও ত্রুটি রয়েছে।

রিজার্ভের অর্থ উদ্ধারে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকার সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রণালয় সবধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে যে বিষয়টি ঘটেছে তা আমাদের প্রত্যাশিত ছিল না। প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। তিনি নির্দেশনা দেয়েছেন এবং তা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন,‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা বিভাগ ও অর্থ বিভাগ বিষয়টি নিয়ে বর্তমানে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে আমরা তা করবো।’

তিনি বলেন,‘কোনো রাষ্ট্রই চায় না এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। যেসব রাষ্ট্রের নাগরিকরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেসব দেশের সহযোগিতা পেতে মন্ত্রণালয় সচেষ্ট আছে বলেও জানান তিনি।

‘হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থ চুরি ন্যাক্কারজনক’ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করবো ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রক্রিয়ার মধ্য দিয়ে, ডিজিটাল মানুষ, ডিজিটাল কর্মদক্ষতায় বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সুরক্ষিত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *