Shadow

বান্দরবানের জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অালোচনা সভা-

[চাইথোয়াইমং মারমা রুদ্র, বান্দরবান জেলা প্রতিনিধি ]:রোজ বৃহস্পতিবার বিকাল ২:৩০ মিনিটে বান্দরবানের  অাওয়ামীলিগ কার্যালয় কক্ষে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।উত্ত সভায় প্রধান অতিথি জনাব অালহাজ অাবদুর রহিম চৌধুরী সন্মানিত সহ-সভাপতি বান্দরবান জেলা অাওয়ামীলিগ,প্রধান বক্তা ছিলেন বাবু ক্যসাপ্রু মার্মা,সাংগঠনিক  সম্পাদক বান্দরবান জেলা অাওয়ামিলীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,সভাপতিত্ব করেন, বাবু মিলন পাল, সভাপতি পৌর শ্রমিক লীগ। সঞ্চালনায়:- মো:হারুন গাজী সাধারণ সম্পাদক পৌর শ্রমিক লীগসহ অারো বিভিন্ন পৌর ওয়ার্ড এর তৃনমুল পর্যায় শ্রমিক লীগ নেতা বৃন্দরা উত্ত অালোচনা সভায় অংশগ্রহন করেন।এতে বক্তব্য রাখেন জনাব মো:সেলিম রাজা তিনি বলেন,১৯৭১ ইং সালের বংঙগ ব ন্ধু নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি।তাই অামরা বংঙগ বন্ধু অাদর্শ সৈনিক হিসেবে কাজ করে যেতে হবে বলে ।তাই তার নেতৃত্বে ও শ্রমিক লীগ গঠনের উপর কাজ করে এগিয়ে যাওয়ার জন্য ও অাহবান করছেন। মানুষ কোনদিন তার অবদান ভুলে যেতে পারেনা।তাই তাকে এদেশের সবাই শ্রদ্ধা সাথে শরণ করি।এদেশের স্বাধীনতা সময় সক্রিয় ভাবে যুদ্ধের ময়দানের অংশগ্রহণ করেছে অামাদের কয়েকশত হাজার শ্রমিক লীগের নেতানেত্রীরা প্রাণ হারান।তাদেরকে অামরা শরন করতে চাই বলে বক্তব্য শেষ করেন।এর পর উত্ত অালোচনা সভাতে সঞ্চালন করেন মো:হারুন গাজী তিনি বক্তব্য বলেন,অামরা বংঙগ বন্ধু পতাকা তলে মধ্যে দিয়ে শ্রমিক দল কে শত্তিশালী গড়ে তোলে সামনের দিগে এগিয়ে নিয়ে যেতে হবে বলে অাহবান জানাই।অাগামী নির্বাচনের অামাদের মহান নেতা বান্দরবানেরর কৃতি সন্তান মেহনতী মানুষের পরম বন্ধু উন্নয়নের রুপকার বাবু উশ্যেসিং মারমা বীর বাহাদুর এমপি মহোদয়কে অাসন্ন নির্বাচনের বান্দরবান বাসী ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি অাহবান জানাই।তার নেতৃত্বে বান্দরবান জেলায় উন্নয়নের জোয়ার হয়েছে বলে বক্তব্য তুলে ধরেন। বীর বাহাদুর এগিয়ে যাও অামরা অাছি অাপনার পাশে,তাই অামরা অত্র জেলাকে অাগামীতে ধারাবাহিক ভাবে পাড়া গ্রামের ওর্য়াড এর মহল্লা অারো গতিশীল উন্নয়ন শীল এগিয়ে নিয়ে যেতে চাই,সবাই সহযোগিতায় এগিয়ে অাসুন।অামরা ২০৪১ সালে  মধ্যম অায়ের বা সম্পুর্ন ডিজিটাল অাওতায় গ্রামের গঞ্জে শহরে বন্দরে নিয়ে অাসতে চাই।দরিদ্রতা মুক্ত দেশ গড়ে তুলতে চাই।বক্তব্য শেষে জয় বাংলা জয় বংঙগ বন্ধু স্লোগান মধ্য দিয়ে শেষ করেন।এর পর উক্ত অালোচনায় সভার সভাপতিত্ব করেন বাবু মিলন পাল সভাপতি পৌর শ্রমিকলীগ নেতা বক্তব্য বলেন,অামরা সবাই মুজিব সেনা বংঙগ বন্ধুর অার্দশকে সন্মান সাথে কাজ করে যেতে চাই। অামার প্রাণ প্রিয় শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দ রা অাগামী দিনের জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী স্বপ্ন বাণী বাংলাদেশ দরিদ্রতা মুক্ত এবং ২০৪১ সালের ডিজিটাল মধ্যম অায়ের দেশ দেখতে চাই।তাই অাসুন পুরনের লক্ষে অামার শ্রমিকলীগের ভাই বোনদের প্রতি অাহবান জানাই।জননেত্রী অার্দশ অনুযায়ী কাজ করে যেতে হবে।যেখানে অভাব অনঘটন কোন কিছু থাকবেনা এদেশের সবাই তিন বেলায় খেয়ে বেচেঁ থাকতে পারবে।এদেশের জংগীবাদের কোন স্থান নেই,তাদেরকে অাশ্রয় প্রশ্রয় দেয়া বড় অপরাধী তাদেরকে চিহৃিত করে অাইনেরর সোপর্দ করতে হবে।জংগী মুক্ত দেশ গড়ি।এর সাথে শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দরা প্রতি বলেন সবাইকে জংগীবাদের বিরুদ্ধের রুখে দাঁড়াতে হবে। এই সংক্ষিপ্ত বক্তব্য ব্যাখা করে তিনি শেষ করেন।জয় বাংলা জয় বংঙগ বন্ধু। সাথে সাথে সিনিয়র প্রবীন নেতা উন্নয়নেরর রুপকার ‘প্রধান বক্তা বাবু ক্যসাপ্রু মারমা সাংগঠনিক  সম্পাদক বান্দরবান জেলা অাওয়ামিলীগ ও সন্মানী সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মহোদয় বলেন,অাজকের শুরুতের বংঙগ বন্ধুকে শ্রদ্ধেয় সাথে শরন করে বক্তব্য পেশ করছি।১৯৭১ সালের স্বাধীনতা সময় লাখো লাখো মা বোনদেনদের ইজ্জত বিনিময়ে একটি লাল সবুজের পতাকা পেয়েছি।তাদের প্রতি অামরা শ্রদ্ধেয় সাথে শরন করছি।তার মধ্যে সেখানে শ্রমিকলীগের নেতানেত্রীবৃন্দরা শহীদ হন। শ্রমিকলীগের ভুমিকা অবদান অপরিসীম। অামরা সামনের অাসন্ন নির্বাচনের জননেতা বীর বাহাদুর এমপিকে অাবার নৌকায় মার্কায় বান্দরবান এলাকাবাসীরা ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সবার প্রতি অাহবান ।অাসুন অামরা সবাই এদেশকে উন্নয়ন ও সমৃদ্ধি দেশ গড়ি।দরিদ্রতা মুক্ত ও সন্ত্রাস মু ক্ত দেশ গড়ে তুলি।তিনি অারো বলেন অামরা এই দেশকে সন্ত্রাসী হাতে তুলে দিতে চাই না।সবাইকে সন্ত্রাসী বিরুদ্ধের রুখে দাড়িয়ে সামনের দিকে উন্নয়ন দিকে এগিয়ে যায়।সবাইকে অাবার ও সংগ্রামী রক্তিম শুভেচ্ছা ও জয় বাংলা জয় বংঙগ বন্ধু মধ্যে স্লোগান  দিয়ে এদেশের মেহনতী মানুষ দীর্ঘজীবি হোক বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ বা উক্ত অালোচনার সমাপ্তি ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *