Shadow

বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থীদের ভারে ডুবতে পারে নৌকা!

মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন (২৬ ডিসেম্বর) এবারও বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থীদের ভারে ডুবতে পারে নৌকা!
৬-৯ য়ে ত্রিমুখী লড়াই পিছিয়ে এগিয়ে চলছে নির্বাচনী প্রচারণা ৫-৯-১২-১৩-১৬-১৭ এ-ই ৬ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয়তা, অভিজ্ঞতা ও বিত্তবান হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে।
অন্যদিকে ১৫টি ইউনিয়নের মধ্যে ১-৭-৮-১০-১১-১৪-১৮-২০-২১ এ-৯টি ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীরা নির্বাচনী প্রচারণার দৌড়ে এগিয়ে রয়েছেন।

এসব ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আ,লীগের বড় একটি অংশের গোপনে সমর্থন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া মনোনয়ন বঞ্চিত অনেকেই নৌকার প্রার্থীর সাথে প্রকাশ্যে থাকলেও গোপনে বিরোধিতা করছেন বলে জানা গেছে।

ভোটাররা জানান, অনেকেই গোপনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন।
কেন ভোট চাইছেন নৌকার বিপক্ষে এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, কেন্দ্র থেকে মনোনয়ন দিতে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয় তাদের অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
ফলে দলের কেউ কেউ বিষয়টি মেনে নিতে পারেননি বা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের অনেকেই যোগ্য বলে মনে করছেন না তারা।
তাই বিদ্রোহীদের বিজয়ী করতে গোপন মিশনে নেমেছেন।
এসব বিষয় নৌকার অধিকাংশ প্রার্থীরা জানলেও ভোট হারানোর ভয়ে এখন মুখ খুলছেন না।
অনেক প্রার্থীই জানান, নির্বাচন পরবর্তী সময়ে কারা কাজ করেছে তা জনসমক্ষে জানাবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে বিভিন্ন ইউনিয়ন ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।