Shadow

বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই |

প্রয়াস নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী (৮৫) মারা গেছেন। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টার পর তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।কামাল লোহানীর ছেলে সাগর লোহানী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার তার মেয়ে ঊর্মি লোহানী জানান, তার বাবার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে করোনায় আক্রান্ত হলেও আগে থেকেই ফুসফুস ও কিডনির জটিলতা এবং হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন কামাল লোহানী।

কর্মজীবনে বিশিষ্ট এ ব্যক্তিত্ব দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিআরইউ) সভাপতিও ছিলেন তিনি।

কামাল লোহানী উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা ছিলেন। এ ছাড়া দুইবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি।তার মৃত্যুতে দেশের সকল বিশিষ্ট জনেরা শোক ও দু:খ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *