Shadow

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বান্দরবানে জেলা বিএনপির পথ সভা।

চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবান জেলাতে বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপতার পরোয়ানার প্রতিবাদ ও পথ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মিসেস ম্যাম্যাচিং জেলা সভাপতি বিএনপি ও বিএনপি অংগসংগঠন নেতানেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন।ম্যামাচিং বলেন,অামাদের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের মিথ্যা মামলা ও গ্রেপতার পরোয়ানার করে নেত্রীকে কোনদিন সফলতা অাসবেনা।বিএনপি জাতীয়তাবাদী দল কোনদিন বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে অার কতদিন হয়রানি করে রাখবেন।একদিন সময় অাসলে ঠিক সময়ের জবাব দেবে বিএনপি তিনি সবার নেতানেত্রীগন সামনে ব্যাখা করেন।অারো বলেন, শীত সারাবছর থাকেনা সময় অাসলে সব কিছু পরিবর্তন হবে। সময়ের কথা বলবে একদিন তখন কোন কিছু অসতিত্ত খোজেঁ পাবেনা।বর্তমানের প্রতিটি জিনিষ দ্রব্য খাদ্য সামগ্রিকসহ মূল্যে দিন দিন বৃদ্ধি হার বেড়েছে অথচ সরকার ঘুমিয়ে চেয়ে চেয়ে তাকিয়ে অাছে।বর্তমানে লক্ষ লক্ষ গরীব মেধাবী সন্তানরা কর্মহীন হয়ে পড়ে।যেকোন কিছু প্রতিষ্ঠানেরর নিয়োগ করলে সরকার পন্থিরা ছাড়া সাধারণ জনগন ছেলে মেয়েরা চাকুরী পায় না।এই হল ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতা অপব্যহার করে জনগনকে ভোট প্রয়োগ হতে বঞ্চিত করে দেশ চালাচ্ছে। সময়ের ব্যাপার জনগন ও সময় গুড়িয়ে অাসলে এই সরকারকে পতন করবে বলে সভাপতি তিনি বক্তব্য রাখেন।তিনি অারো জানান,বর্তমানের বড় বড় সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী অনেক দূর্নিতীতে ধড়া পড়ে সরকার তাদেরকে কোনকিছু পদক্ষেপ নেয়া হয়নি। তাদেরকে লালন পালন করে টিকে রাখে।এই হল অবধৈ সরকারের মূল বৈশিষ্ট্য বা রুপ রেখা।অাগামীদিনের নেতানেত্রি দেরকে জোড়ালোভাবে সজাগ ও প্রস্তুত থাকার জন্য অাহবান জানাই।নির্দলীয় সরকার অামলে নির্বাচন দিতে হবে। যদি সাহজ থাকে নিরপেক্ষ ভাবে নির্বাচন দিন।তখন দেখবেন বিএনপি কত জনপ্রিয়তা বা এদেশের জনগনরা কত ভালোবাসে তখন প্রমাণ দেখাব।অাসুন অামরা এই মিথ্যা মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের প্রতিবাদ ঘরে ঘরে অাগুন জালিয়ে দেব।কে বলেছে জিয়া নাই জিয়া অাছে বাংলায়। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া। অামরা সামনের জেলা বিএনপি খালেদা জিয়ার হাতকে শক্তি শালী গড়ে তোলার জন্য নেতানেত্রিকে অাহবান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *