Shadow

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক

প্রয়াস নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা। ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার এই তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ৩-৪ অক্টোবর ইন্ডিয়ান ইকোনমিক ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ বেশ কিছু বিষয় উত্থাপন করবে। তবে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের কথা জানাননি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলনকক্ষে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্যমতে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ছাড়া স্পেক্টেটর ইনডেক্স-২০১৯ বলেছে, ২০০৯ সাল থেকে গত ১০ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে শীর্ষস্থান দখল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *