Shadow

ভোলার ইলিশায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ l

মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন ভোলা ll ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজিজল চাপরাশীর ছেলে শিবির কর্মী আনোয়ারের ক্ষমতার দাপটের কাছে জিম্মি হয়ে আছে স্থানীয় কয়েকটি পরিবার। ১নং ওয়ার্ডের আবু জাহের অভিযোগ করেছেন যে, তিনি ২০০৭ সালে ২৮ মে চর আনন্দ সুইজ গেট বাজারে রতন মাতাব্বরের কাছ থেকে একটি দোকান ঘর ভিটেসহ ৩৫ হাজার টাকার মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। হঠাৎ রমজান মাসের গত ১৫ রমজান ০১/০৬/২০১৮ইং তারিখ জমির পিছনে বসবাসকারী শিবির কর্মী আনোয়ার ওই জমি দাবী করে। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার শালিশ মিমাংশার আয়োজন হলে দলিল খরচ বাবদ আনোয়ারকে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত করে। কিন্তু ওই সিদ্ধান্ত অমান্য করে আনোয়ার অবৈধভাবে জমি দখল দিয়ে ইলিশা পুলিশ ফাড়িতে অভিযোগ দিয়ে পুলিশের মাধ্যমে বেশি শক্তি ব্যবহার করে আবু তাহেরকে দোকান ঘর ও জমি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে চেস্টা চালাচ্ছে। অন্যদিকে আবু জাহের ২০০১ সালে ওই জমি জবর দখল করেছে বলে আ’লীগ নেতাদেরকে ভুল বুঝিয়ে তাদের সহযোগিতায় ওই জমি জবর দখলের চেস্টা চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। আনোয়ার দীর্ঘ দিন ধরে এলাকায় জামাত শিবিরের সংগঠন করার পাশাপাশি সরকারি দলীয় কিছু নেতাদের ম্যানেজ করে এলাকায় দাপট দেখিয়ে জমি দখলসহ নানা অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকে। এ ব্যপারে আনোয়ারের সাথে যোগাযোগ কারলে তিনি বলেন, আমি উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে মেহেন্দিগঞ্জে চাকুরী করি। আমার বিরুদ্ধে পত্র পত্রিকায় লিখে কোন লাভ হবে না। এ ব্যপারে সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে জানাযায়, আনোয়ার প্রভাব খাটিয়ে জোড় পূর্বকভাবে ওই জমি শালীশ মিমাংশা অমান্য করে জমি বিক্রি করার পায়তারা করছে। আবু জাহের আরো বলেন, ওই জমি আনোয়ারের দলিল দেওয়ার আইনগত কোন সুযোগ নেই। আবু জাহের তার ক্রয়কৃত জমির দখল বহাল রাখতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *