Shadow

ভোলার ভেদুরিয়ায় ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্সের উদ্বোধন

জে আই সবুজ,ভোলা:- ভোলার প্রবেশ পথ ভেদুরিয়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই)দুপুরে ভোলার ব্যাংকেরহাট বাজার চত্বরে ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম।ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যাবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই ট্রাফিক পোস্ট স্থাপন করা হয়।এসময় পুলিশ সুপার বলেন, ভেদুরিয়া দিয়ে বরিশাল হয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করে। এখানে যানজটের কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্স অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,আইন করে সড়ক দুর্ঘটনা বন্ধ করা যাবে না।এর জন্য সতর্ক হতে হবে সবাইকে। সড়ক দুর্ঘটনার মধ্যে বেশিরভাগই ঘটছে মোটরসাইকেলে।যে কারণে আমরা হেলমেট ব্যবহারের ওপর জোর দিচ্ছি। পাশাপাশি গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট পরে চলতে হবে। আর নির্দিষ্ট ট্রাফিক বক্সটি থাকলে সার্বক্ষণিক পুলিশ ডিউটি দিতে পারবে।এতে ডিউটি করতেও পুলিশের কোনো সমস্যা হবে না, নিজেরাও বিশ্রাম নিতে পারবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ট্রাফিক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন ভোলা থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান তাজল ইসলাম,খলিলুর রহমান নলী মেম্বার, ব্যাকেংর হাট বাজারের সভাপতি রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।