Shadow

ভোলার লালমোহনে কেন্দ্র সচিবসহ ৩ পরীক্ষার্থী বহিস্কার

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় পরীক্ষায় অসধুপায় অবলম্বন ও সহযোগিতার দায়ে এক কেন্দ্র সচিবসহ ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী (রোববার) মাদ্রাসার আরবী প্রথম পত্র এবং স্কুলের গনিত পরীক্ষায় এ বহিস্কার করা হয়।
সূত্রে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আরবী প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। ওই সময় কেন্দ্র সচিব হাজিরহাট টিএ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাফর উল্যাহকে নকলে সহযোগিতার দায়ে বহিস্কার করে উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুল আরিফ। একই সাথে সেখানে নতুন কেন্দ্র সচিব করা হয়েছে লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামকে।
এছাড়া লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল স্কুল পর্যায়ের গনিত পরীক্ষা। গণিত বিষয়ে অসধুপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করে বরিশাল শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিম ও এসি-ল্যান্ড। বহিস্কারকৃত শিক্ষার্থীরা হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১জন, লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১জন ও আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *