Shadow

ভোলায় চাঁদা দাবী করলে না দেয়ায় এক ব্যবসায়ীর চাষকৃত মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ (পোনা) নিধন

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের হারেছ আহমেদের ছেলে ব্যবসায়ী আমির হোসেনের চাষকৃত মাছের ঘেরে বিষপ্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ (পোনা) নিধন ও চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন জানান, ০৫ নং ওয়ার্ডের আকবর, খোকন, ইউসুফ, নিজাম ও শাহেআলমের সাথে তার জমির বিরোধ চলে আসছে। কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আকবর গং প্রভাব খাটিয়ে ওই জমি জবর দখলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালিয়ে আসছে। দু-দফায় তার চাষকৃত মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৬লাখ টাকার রুই,কাতল, হাইব্রিড তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির পোনা নিধন করেছে আকবর গং। শুধু মাছ নিধনেই তারা ক্ষান্ত হয়নি। একের পর এক ঘটনা তৈরী করে তার সাথে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এসব ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করলে সন্ত্রাসী আকবরগং আরো বেপরোয়া হয়ে ওঠে। 

সর্বশেষ ১৮ই মার্চ ১৭ইং তারিখ শনিবার বিকাল ৪ টার সময় সন্ত্রাসী আকবরের নেতৃত্বে তার বাড়িতে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে তাকে মেরেফেলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা আমির হোসেনকে ব্যাপক মারধর করে। এ সময় তার সাথে থাকা একটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫০০টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে আমির হোসেন জানান। এঘটনায় আকবর গংদের বিরুদ্ধে ভোলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *