Shadow

ভোলায় জনতার মুখোমুখি এমপি নুরনবী চৌধুরী শাওন

ভোলা প্রতিনিধি ॥ কারো প্রশ্ন রাস্তাঘাট নিয়ে, কারো ব্রীজ-কালর্ভাট, আশ্রয়ন প্রকল্পসহ চরাঞ্চলের নানান সমস্যা নিয়ে। কেউবা বিভিন্ন অনিয়ম নিয়ে করেছেন এমপির কাছে প্রশ্ন। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও বাল্য বিবাহ মুক্ত উপজেলা গড়তে এমনি নানা বিভিন্ন প্রশ্ন করেছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কাছে।
উন্নয়ন এবং জনগনের প্রশ্নোত্তর পর্বে এই প্রথম বারের মত জনতার মুখোমসুখি হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা (২২ নভেম্বর) বুধবার সকালে লালমোহনের ‘সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ চত্বরে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শিরোনামে অনুষ্ঠানে তিনি জনগনের মুখোমুখি হন।
এ সময় সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনবাসীর বিভিন্ন উন্নয়ন, প্রশ্নত্তোর পর্ব এবং জনগনের পরামর্শ গ্রহণ করেন। প্রশ্নত্তোর পর্বে দুই উপজেলার কৃষক, জেলে, ঈমাম, ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং তৃণমূলের জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
এমপি শাওন তার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীতে সকল ধরনের উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধিসহ সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে এবং এর ধারা অব্যাহত থাকবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী লালমোহন-তজুমদ্দিন এলাকায় যত সমস্যা রয়েছে তা ইতিমধ্যে সনাক্ত করে অচিরেই কাজ শুরু করা হবে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্টগুলো দ্রুত করা হবে।
এর আগে স্বাগত বক্তব্যে এমপি শাওন আরো বলেন, এক সময় মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরি হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে তাদের ভাতা বৃদ্ধি এবং সন্তানদের চাকুরীর ব্যবস্থা করেছেন। কিন্তু যারা যুদ্ধাপরাধী মানবতা বিরোধী তাদের হাতে পতাকা তুলে দিয়েছে বিএনপি-জামায়াত জোট সরকার। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, পৌর মেয়র এমদাদ হোসেন তুহিন ও প্রবীণ সাংবাদিক এম এ তাহেরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এই প্রথম বারের মত কোন সংসদ সদস্য সরাসরি জনতার মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দেয়াতে স্থানীয় জনসাধারনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *