Shadow

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত

এম. শরীফ হোসাইন, ভোলা ॥ ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনদের সম্ভ্রমসহ নাম না জানা অসংখ্য শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম তাদের মধ্যে অন্যতম হলো ৭ বীরশ্রেষ্ঠ। আর এই সাত বীরশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম একজন হলেন ভোলার গর্ব বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ১৮ এপ্রিল মঙ্গলবার ছিল তার ৪৬ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের পরিবারবর্গ এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগারের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলীনগর ইউনিয়নের মোস্তফা কামাল নগর (মৌটুপী) ওয়ার্ডে অবস্থিত মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে সকালে এ কর্মসূচি পালিত হয়। সভায় ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও আলীনগর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সেলিম জমাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুদ্দিন শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মুজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বিটিভি ভোলা প্রতিনিধি এবং সাপ্তাহিক দ্বীপবাণী’র সম্পাদক এম এ তাহের, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলারকণ্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান এবং ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস্-উল-আলম মিঠু প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক এবং স্থানীয় প্রাইমারী ও স্কুল এন্ড কলেজের কয়েকশত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইপো মোঃ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *