Shadow

ভোলায় ভুমিদস্যু ইউপি সদস্যের নেতৃত্বে জমি ও দোকানঘর দখল চলছেই

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আলোচিত ভুমিদস্যু আলমগীরের নেতৃত্বে একের পর এক জমি ও দোকানঘর জবর দখল চলছেই। নিজের জমি বিক্রি করার পর উম্মাদ হয়ে অন্যের জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সে। তার দখল বানিজ্যের কাছে পুরো গজারিয়াবাসী এখন জিম্মি। একই এলাকার ভুক্তভোগী তুহিন মাতাব্বর জানান,গজারিয়া বাজারে তাদের বেশ কয়েকটি দোকানঘর ও জমি রয়েছে। সেখানে আলমগীর মেম্বারের জমি ছিল। কিন্তু তার জমি অনেক আগেই বিক্রি কর ফেলেছে। ওই জমি পুর্ব পুরুষ থেকেই প্রায় শত বছর ধরে এওয়েজে ভোগদখল করে আসছি। বর্তমানে বাজারের জমির মুল্য বেশি দেখে আলমগীর মেম্বার শত বছেরর এওয়াজ ভেঙে ওই দোকান ঘরগলো দখলে নেয়ার চেষ্টা করেন। স্থানীয় সমাজ ব্যবস্থাকে আঙুল দেখিয়ে মেম্বার একের পর এক ভুমিদস্যুতা চালাচ্ছে। তার কাছে এখানকার অনেক মানুষই জিম্মী । তহিন মাতাব্বর আরো জানান,গত ১৩ এপ্রিল মেম্বারের নেতৃত্বে তার ক্যাডার মিরাজসহ ২০/২৫ জনের ক্যাডারবাহিনী নিয়ে গজারিয়া বাজারে মসজিদ সংলগ্ন ১১ টি দোকানঘর দখলে নিতে হামলা চালায় তারা। এসময় তাদেরকে বাধা দিতে গিয়ে আমিসহ পিন্টু মাতাব্বর, মোস্তাফিজ মাতাব্বর ও জহির উদ্দিন কালুসহ ৬/৭ জনকে পিটিয়ে আতত করে। আমাদের জমি দখল করে,অথচ আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা ভুমিদস্যু আলমগীরের হাত বাচতে চাই। এ ব্যপারে আলমগীর মেম্বার জানান,আমার এওয়াজের জমি তারা ভোগদখল করছে। তাই আমার প্রকৃত জমি ফেরত চাইলে তারা আমাকে হুমকি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *