Shadow

ভোলায় সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা- টাকা ছিনতাই

মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন ॥ ভোলায় এক সংবাদকর্মীকে পিটিয়ে দুটি হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা টাকা ও মোবাইলসেট ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে রতনপুর বাজারের পূর্ব পাশে কালিকিত্তি এলাকায়। গুরুতর আহত ওই সংবাদকর্মী এখন ভোলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত সংবাদকর্মী  ফরিদুল ইসলাম জানায়, সে জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার ভোলার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি কয়েকটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ ও গাভী পালনসহ বিভিন্ন ব্যবসা করে আসছে। গত ১৩ নভেম্বর তার পালিত দুইটি গাভী ইলিশা বাজারে বিক্রি করার জন্য নেয়। জনৈক গনী বয়াতির সাথে ওই গাভী দুইটির মূল্য ৬৫ হাজার টাকা দামদর হওয়ার পর ১ হাজার টাকা বায়না দিয়ে ১৫ই নভেম্বর বিকেলে বাকী টাকা পরিশোধ করে গরু নিয়ে যায়। ওই টাকা নিয়ে শিবপুর স্বশুরবাড়ী কালিকিত্তির উদ্দ্যেশে রওনা করে। ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত: ছিডু দালালের ছেলে এরশাদ গরু বিক্রির টাকা লেনদেনের বিষয়টি জানতে পারে। এরশাদের স্বশুর বাড়ীও কালিকিত্তি এলাকায়। ১৫ নভেম্বর মঙ্গলবার রাত ৯.৩০ ঘটিকার সময় সংবাদকর্মী ফরিদুল ইসলাম  তার স্বশুর বাড়ী পৌছার আগেই রাস্তার পাশে উৎপেতে থাকা এরশাদ ও তার সামুন্দি মঞ্জুর রহমান, মন্নান, খোকনসহ অজ্ঞাত ৩/৪জন দা, বগিদা, লাঠিসোঠা হাতে নিয়া তার গতিরোধ করে। এসময় ফরিদের কাছে থাকা গরু বিক্রি করার টাকা চায়। সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা লাঠি দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। এসময় ফরিদ আত্মরক্ষার্থে হাত দিয়ে মারধর ঠেকানোর চেষ্টা করে। সন্ত্রাসীরা তার দুটি হাত সম্পূর্ণ ভেঙ্গে চুরমার করে এবং সমস্ত শরীরে গুরুতর যখম করে পকেটে থাকা চৌষট্টি হাজার টাকা এবং তার সাথে  থাকা একটি স্যাম্পনি স্মাট ফোন নিয়া যায়। যাহার মূল্য ১১ হাজার টাকা। ফরিদের আত্মচিৎকারে স্থানীয়রা সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে ফরিদ পুরুষ সার্জারি বি-২১নং সিটে চিকিৎসাধীন আছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *