Shadow

ভোলা-২ আসনে জনপ্রিয়তা বাড়ছে নতুন প্রার্থীর উৎসাহিত হচ্ছে তৃণমূল নেতাকর্মীরা

ভোলা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এবং তারিখ যতই ঘনিয়ে আসছে তেমনি বিভিন্ন নির্বাচনী এলাকায় আ.লীগ বিএনপি দলীয় নতুন নতুন প্রার্থীদের জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে। আবার সম্ভাব্য নতুন প্রার্থীদের নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে একধরনের খুশির আমেজ বিরাজ করছে। দৌলতখান-বোরহানউদ্দিনের প্রত্যন্ত অঞ্চল ঘুরে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বড় দুই দলের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে ব্যাপক নির্যাতন, নীপিড়ন, হামলা-মামলা মোকাবেলা করে নির্বাচনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। তারা নির্বাচনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে বলে জানান। অপরদিকে আ.লীগ সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। নির্বাচন কালীন সময়ে তারা নির্বাচন করবেন ঝামেলা এড়িয়ে। এমনি আভাস পাওয়া গেছে। আগামী সংসদ নির্বাচনে নতুন নতুন প্রার্থী দুই দল থেকে মনোনয়ন পাওয়ার জন্য ব্যাপক দৌড়ঝাপ চালাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। আর এ নিয়ে মাঠের গুঞ্জন ও চলছে তুমুল আকারে। বিএনপি দলীয় সাবেক এমপি হাফিজ ইব্রাহিম নিয়ন্ত্রন করছেন দৌলতখান বোরহানউদ্দিন বিএনপি। সেখানে আরও একজন শক্তিশালী প্রার্থী ধানের শীষ প্রতিক পাওয়ার জন্য বেশ লবিং তদবীর করছেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। এমনকি তারেক রহমান আন্তর্জাতিক পরিষদ (ইউএসএর) সভাপতি জাহাঙ্গীর এম আলম। বিগত কয়েকবছর ধরে তিনি মাঠে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার নিয়মিত যোগাযোগের কারণে তার প্রতি নেতাকর্মীরা দূর্বল হয়ে পরেছে। এখন তার জনপ্রিয়তা বেড়ে গেছে। রাজনৈতিক মাঠে বিভিন্ন দিবস সভা সমাবেশ উপলক্ষে ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও পোষ্টার সাটিয়ে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছেন। গত ১৮ই ফেব্রুয়ারী ভোলা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জাহাঙ্গীর এম আলমের পক্ষে ব্যাপক শো-ডাউন, মিছিল হয়েছে। এমনকি সম্মেলন স্থল ঘিরে সদর রোডের বিভিন্ন জায়গায় ডিজিটাল ব্যানার শাটানো ছিল চোখে পড়ার মত। মূলত সম্মেলন থেকেই জাহাঙ্গীর এম আলমের প্রচার প্রচারণা জনমনে নজড় কেড়েছে। তাকে নিয়ে দৌলতখান বোরহানউদ্দিনের বিএনপির নেতাকর্মীরা জল্পনা কল্পনা করছেন। কেউ কেউ বলছেন হাফিজ ইব্রাহিমের দূর্গে আঘাত হানার সাহস আছে বলেই জাহাঙ্গীর আলম নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *