Shadow

ভোল – ২ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী সুবর্ণ নীট কম্পোজিট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান

মীর মোহাম্মাদ গিয়াসউদ্দিন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রাখে দেশের বিভিন্ন যায়গায় বিভিন্ন দলেরসম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা দৌরঝাঁপ শুরু করে দিয়েছেন। থেমে নেই ভোলা-২ আসেনর প্রার্থীদের  নির্বাচনী তৎপরতা। নিজ নিজ দলের পক্ষে লুবিং তদবির চালাচ্ছেন তারা। এরই মধ্যে আওয়ামীলীগ বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি (এরশাদ) দল থেকে মনোনয়ন প্রত্যাশী সুবর্ণ নীট কম্পোজিট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এর নাম শুনা যাচ্ছে।জাতীয়  পার্টির  দলীয় সুত্র থেকে জানাগেছে, ভোলা-২ আসনে তাদের  সম্ভাব্য প্রার্থী   মিজানুর রহমানকে প্রাথমিক ভাবে  নির্ধারন করা হয়েছে।
এদিকে মিজানুর রহমানকে আগামী জাতীয়  সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী দেয়ায় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। তারা দীর্ঘ দিন পর দলের প্রার্থী পেয়ে ভীষন খুশি। যে কোন মুল্যে তাদের দলের প্রার্থীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জাতীয় যুব সংহতি নির্বাহি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুররহমান জানান,আমি ১৯৮৮ ইং সাল থেকে জাতীয় পাটির সাথে আছি এবং এলাকা বাসীর সুখে দুঃখে ছিলাম ভবিষ্যতেও থাকবো ।এলাকার চাঁদাবাজী , টেন্ডারবাজী ও নিরীহ মানুষের প্রতি সকল অন্যায়ের বিরুদ্দে থেকে মাদক মুক্ত সমাজ গঠনের জন্য ধীর অংগীকারাবদ্দ ।পার্টির চেয়ারম্যান পল্লী বন্দু হুসেইন  মুহাম্মদ এরশাদ আমাকে মনোনয়ন দিলে ভোলা-২ আসনে নির্বাচন  করতে প্রস্তুত আছি  । আমি সে লক্ষে নেতা কর্মীদের সাথে যোগাোযগ করতেছি।তৃণমুল থেকে সাড়াও পাচ্ছি ।  খুব শিগ্রই নেতা কর্মীদের নিয়ে মাঠে সকল প্রচার-প্রচারনা চালাব। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *